আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪৪

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪৪ জনে দাঁড়িয়েছে। শনিবার মিয়ানমারের জান্তা সরকারের বরাতে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি বিষয়টি জানিয়েছে।

আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৪০০ জনে। এছাড়া ১৩৯ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। ইউএসজিএস জানিয়েছে,  মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমার | ভুুূমিকম্প