চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকার আটকে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় প্রাইভেটকারে থাকা ৪ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে আবদুল্লাহ্ এবং মানিক ঘটনাস্থলেই নিহত হন। অবৈধ বালু মহলকে কেন্দ্র করে এ সংঘর্ষের বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নবাব সিরাজউদ্দৌল্লা সড়কের চন্দনপুরায় এ ঘটনা ঘটে। নগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকেই কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবস্থান করছিলো সন্ত্রাসীদের দুটি গ্রুপ। এর মধ্যে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলার নেতৃত্বে একটি প্রাইভেটকারে ছিলেন নিহত মানিক, আবদুল্লাহ, ইমন এবং রবিনসহ ৬ জন।
অন্য গ্রুপে খোরশেদ হাসানের নেতৃত্বে ছিলেন হাসান, রায়হানসহ আরও কয়েকজন। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র। মূলত রাউজান-রাঙ্গুনিয়া কেন্দ্রীক ‘ডন’ হিসেবেই তারা পরিচিত।
এ পুলিশ কর্মকর্তা জানান, বাবলা গ্রুপ ৬ জন নিয়ে একটি প্রাইভেটকারে ছিলো। চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে খোরশেদ গ্রুপ তাদের রাজাখালী ব্রিজ থেকে ধাওয়া করে। তাদের মধ্যে পারস্পরিক গোলাগুলি হয়েছে। তাদের কাছে ভারী অস্ত্র ছিল।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের পায়ের রানে এবং অপরজন হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে দুজনেই শঙ্কামুক্ত আছেন। আহতরা হলেন হৃদয় ও রবিন।
আই/এ