মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ এবং হলিউড অভিনেতা-প্রযোজক বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হয়ে গেছে।
৫৫ বছ বয়সী হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান সিংগল স্ট্যাটাসে আছেন।
তবে মোটেই তিনি একা নন, বিচ্ছেদের প্রায় এক বছর পর আবারও ডেটিংয়ে ফিরেছেন।
একই ছাদের নিচে বাস করা তার নতুন পার্টনার হলেন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কেভিল মাইকেল কসনার।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে।
২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।
অবশ্য আদালতে ডিভোর্স মামলা দাখিল করেছিলেন ২০২৪ সালের বছরের আগস্টে।
তবে কাগজপত্রে এপ্রিল মাসকে তাদের বিচ্ছেদের তারিখ হিসাবে উল্লেখ করেছেন। আর সেটা চূড়ান্ত হয়েছে চলতি বছরের(২০২৫) শুরুতে।
বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর মোটেও একা থাকেননি জেনিফার। আবারও ফিরে পেয়েছেন মনের মানুষকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ৫৫ বছর বয়সি এ সুপারস্টার এখন আবার প্রেমকে আলিঙ্গন করতে আগ্রহী।
স্পেনে ছুটির কেনাকাটার পরে অভিনেতা কেভিন কসনারের সঙ্গে দেখা হয় লোপেজে।
এর মাত্র কয়েকদিন পরেই জেনিফার লোপেজ প্রেমে পড়েছেন বলে জানা গেছে।
কেভিনও বর্তমানে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একা রয়েছেন। কসনার এবং তার দ্বিতীয় স্ত্রী মডেল ও হ্যান্ডব্যাগ ডিজাইনার বমগার্টনার ২০০৪ সালে বিয়ের পিড়িতে বসেন।
এর আগে তারা ৬ বছর একই ছাদের নিচে বসবাস করেন। বমগার্টনারের সঙ্গে কস্টনারের দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। এর আগের স্ত্রীর ঘরে কসনারের চার প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে।
অভিনেত্রী জেনিফার লোপেজের ঘনিষ্ঠরা বলছেন, জেনিফার লোপেজের হৃদয় এক ভিন্ন ধরনের কাউবয়ের প্রতি আকৃষ্ট।
তিনি এমন একজন পুরুষ চান, যে তাকে পেছনে রাখতে পারে এবং নিশ্চিত করতে পারে যে, সে ঠিক আছে। অভিনেত্রী চান, তার প্রেমিক সবার আগে থাকুক এবং তাকে নিয়ে বিশেষ কিছু অনুভব করুক।’
তারা আরও জানিয়েছে, পপ আইকন জেনিফারের এমন একজন পুরুষের প্রয়োজন যে সবকিছু সামলাতে পারেন এবং এখনো তাকে নিঃশর্তভাবে ভালোবাসবে।’
এর আগে ওজানি নোয়া, ক্রিস জুড, মার্ক অ্যান্থনি অ্যালেক্স রদ্রিগেজ ও বেন অ্যাফ্লেকের সঙ্গে রোমাঞ্চে ছিলেন লোপেজ।
মার্কিন পপ সুপারস্টার জেনিয়ার লোপেজ ২০০১ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন।
২০০২-এর নভেম্বরে বাগদানও সারেন হলিউডের এই বহুল চর্চিত জুটি। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি।
২০০৪ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। মাঝে কেটে গেছে ১৮টি বছর। এসময়ে দুই তারকাই আলাদা সংসার পেতেছিলেন কিন্তু সেগুলো বেশিদিন স্থায়ী হয়নি।
প্রায় দেড় যুগ পর ২০২১ সালের এপ্রিলে এসে আবারও তারা এক ছাদের নিচে বসবাস করতে থাকেন।
বিশ বছর পর ২০২২ সালের এপ্রিলে দ্বিতীয় এনগেইজমেন্ট ঘোষণা করেন লোপেজ-অ্যাফ্লেক।
একই বছরের ১৬ জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয়।
বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
তুমুল প্রেম, বাগদানও সম্পন্ন হয়, ঠিক তখন হঠাৎ করেই আসে তাদের বিচ্ছেদের ঘোষণা। এরপর দীর্ঘ সময় গড়িয়েছে, দু’জনেই ভিন্ন সম্পর্কে থিতু হয়েছিলেন।
তবে নিয়তি বোধ হয় তাদের পুনর্মিলন চেয়েছিলো। শেষ পর্যন্ত সেটাও হয় ২০২২ সালে। তবে দুই বছর গড়াতেই সম্পর্ক ভেঙ্গে যায় এই দম্পতির। ২০২৪ সালের বছরের আগস্টে বিচ্ছেদের ঘোষণা আসে।
তবে চলতি বছরের ২২ ডিসেম্বর হঠাৎ করেই সোহো হাউজে পপ সুপার স্টার লোপেজের সঙ্গে ক্রিসমাস উপহার বিনিময় করতে দেখা যায় বেন অ্যাফ্লেককে।
একসঙ্গে তাদের এমন আনন্দ উদযাপন দেখে খবর চাউর হয়েছিলো, আলাদা হয়েও তারা আসলে একে অপরের জীবনের সাথে জড়িয়ে আছেন! অনেকেই ভেবেছিলেন আবার তারা এক হচ্ছেন।
তবে চলতি বছরের ২২ ডিসেম্বর হঠাৎ করেই সোহো হাউজে পপ সুপার স্টার লোপেজের সঙ্গে ক্রিসমাস উপহার বিনিময় করতে দেখা যায় বেন অ্যাফ্লেককে।
একসঙ্গে তাদের এমন আনন্দ উদযাপন দেখে খবর চাউর হয়েছিলো, আলাদা হয়েও তারা আসলে একে অপরের জীবনের সাথে জড়িয়ে আছেন!
ভক্ত-অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন,তাহলে কি সব ব্যক্তিগত মতপার্থক্যকে একপাশে সরিয়ে রেখে তারা আবার এক হচ্ছেন?
না, তা আর হয়নি। এবার ঝুঁকে পড়তে চলেছেন কেভিন কসনারের বাহুডোরে।
বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে উপস্থিত হওয়া, বিনোদন ভ্রমণ সবকিছুতেই নেটিজেনদের অনেকের ধারণা ডেটিং কসনারের সঙ্গে ডেটিং শুরু করছেন জেনিফার লোপেজ।
তবে এ বিষয়ে দ ‘জনের কেউ এখনও মুখ খোলেননি।
এমআর//