বাংলাদেশ

রয়টার্সকে বিএনপি নেতা আবদুল মঈন খান

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অস্থিতিশীলতা ও জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি  হবে বলে সতর্ক করেছে বিএনপি। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন বিএনপির এই জেষ্ঠ্য নেতা।

সেখান বসে আবদুল মঈন খান বলেন, “আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) বুঝাতে চেষ্টা করব যে, তাদের জন্য উত্তম পন্থা হলো দ্রুত নির্বাচনের আয়োজনের মাধ্যমে একটি সম্মানজনক বিদায়।”

বিএনপির এই জেষ্ঠ্য নেতা আরও বলেন, “ডিসেম্বর সর্মস্মমতিক্রমে নির্বাচন আয়োজনের একটি সময়। ডিসেম্বরের পরে হলে পরিস্থিতি জটিল হতে পারে। জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। এর মানে হলো কিছু অস্থিতিশীলতা… সময় সবকিছু ঠিক করবে।”   

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর অনেক জেষ্ঠ্য নেতা পলাতক থাকায় হাসিনার আওয়ামী লীগ মূলত ভেঙে পড়েছে। পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ছাত্র নেতারা বলেছেন, বাংলাদেশিরা এই দুটি প্রতিষ্ঠিত দল নিয়ে ক্লান্ত।  সবাই পরিবর্তন চায়।

কিন্তু মঈন খান রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ জরিপ থেকে দেখা যাচ্ছে যে,  আগামী বছরের মধ্যে যেকোনও নির্বাচনে বিএনপি সহজ সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর নির্বাচনের তারিখ ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান লন্ডনে স্ব-নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।

 

 

এনএস/ 

  

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | নির্বাচন | বাংলাদেশ | অন্তর্বর্তী সরকার | আবদুল মঈন খান