আন্তর্জাতিক

মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬, সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে উদ্ধার তৎপরতা চলছে ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়ায় মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির জান্তা  সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গেলো সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গেলো শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার  ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আর আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ রয়েছেন ২৭০ জন।

ভূমিকম্পে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭ লাখ লোকের এ শহরটিতে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জাতীয় শোকের ঘোষণা এল। 

এমআর//