কোপা দেল রে’র সেমিফাইনালে দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-৪) হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা।
প্রতিযোগিতাটিতে একদিন আগেই রিয়াল সোসিয়াদাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সুতরাং ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই দুই দলের লড়াই পরিচিত ‘এল ক্লাসিকো’ নামে।
বুধবার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তোরেস।
সেভিয়ায় ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনাল অনুষ্ঠিত হবে। স্পেনের ক্লাব ভিত্তিক এই প্রতিযোগিতার ফাইনালে এর আগে সবশেষ রিয়াল ও বার্সা মুখোমুখি হয়েছিলো ১১ বছর আগে। ২০১৪ সালের সেই ফাইনালে জেরার্দো মার্তিনোর বার্সাকে ২–১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল।