আন্তর্জাতিক

আইসিসির পরোয়ানাকে উপেক্ষা করেই হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে উপেক্ষা করেই হাঙ্গেরি সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্যালো বুধবার সন্ধ্যায় পর তাকে বহনকারী বিমানটি তেল আবিব বিমানবন্দর ছেড়ে যায়। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের গাজায়  সামরিক অভিযানের নির্দেশ এবং ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে  গ্যালো নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। হাঙ্গেরিসহ আইসিসির মোট সদস্যরাষ্ট্র ১২৫টি।  

আইসিসির কোনো নিজস্ব পুলিশবাহিনী নেই। আদালতের সনদে উল্লেখ করা হয়েছে,  আইসিসির ঘোষিত কোনো আসামি যদি এই ১২৫টি সদস্যরাষ্ট্রের কোনো একটিতে অবস্থান করে, তাহলে তাকে গ্রেপ্তার করা ওই দেশের সরকারের দায়িত্ব। তবে আইসিসিকে হাঙ্গেরি আগেই জানিয়েছিল বুদাপেস্ট সফরে আসলে তারা ইসরাইলি প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না।

এমআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন নেতানিয়াহু