রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক ও তার ভাইকে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেপ্তারকৃত অন্য অভিযুক্তরা হলেন, মো. রাইসুল ইসলাম (২১), মো. কাউসার হোসেন (২১)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, এক নারী সাংবাদিককে হেনস্তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মামলার প্রধান অভিযুক্ত জিশানকে (২৫), বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল এবং গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসারকে, আজ সকালে গ্রেপ্তার করা হয়।
আসামিদের রামপুরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আই/এ