অপরাধ

রাজধানীতে নারী সাংবাদিককে হেনস্তা, থানায় মামলা

রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটেছে। তিনি বহুল প্রচারিত একটি ইংরেজি পত্রিকা কাজ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাফিয়া তামান্না গণমাধ্যমকে জানান, রাতে তিনি ও তার ছোট ভাই রিশাদ বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে গিয়েছিলেন। এসময় কয়েকজন স্থানীয় যুবক তাকে উত্যক্ত করতে শুরু করে। তার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। তিনি বাধা দিতে গেলে তারা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে, শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে।

তিনি  বলেন, "আমরা নিজেদের বাসার সামনেই নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেনো তারা যা করছে, সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করল, তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি তারা আমাকে হেনস্তা করার পরও অকপটে বলে, ‘হ্যাঁ, আমরা রেপ করেছি, কী করবে?

রামপুরা থানার ওসি জানান,  সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই নারী সাংবাদিক। পরে এটি ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নারী হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানান নেটিজেনরা।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নারী সাংবাদিক