আন্তর্জাতিক

ড. ইউনূসের মন্তব্যে ভারতে উদ্বেগ, চিকেনস নেকে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। এর একপাশে রয়েছে ভারতের অধিকাংশ রাজ্য এবং অপরপাশে রয়েছে সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্য। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সকে সংযুক্ত করে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে মন্তব্য করেন, যা ভারতের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে ভারত একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে, হাশিমারা এয়ারবেসে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন, ব্রহ্মোস মিসাইল রেজিমেন্ট স্থাপন এবং আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, আকাশসীমায় অনুপ্রবেশ রোধ করতে এমআরএসএএম এয়ার ডিফেন্স সিস্টেমও সেখানে রয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এই করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করছে। ত্রিশক্তি কর্পসের নেতৃত্বে এই অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং ড. ইউনূসের মন্তব্য ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিষয়টি ভারতের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

অনিল চৌহান অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে সম্প্রতি ভারতের উত্তরবঙ্গ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভারতের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতির ওপর জোর দেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন চিকেনস নেক | শিলিগুড়ি করিডোর | সেভেন সিস্টার্স | প্রধান উপদেষ্টা