ঈদের ছুটির আনন্দ উপভোগ শেষে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে ফিরছিলো জাহিদ-বেবী দম্পতি সাথে ছিল তাদের একমাত্র কন্যা সন্তান জান্নাতি। কিন্তু পথেই ঘাতক প্রাইভেট কার নিভিয়ে দিল জাহিদের জীবন প্রদীপ আর নিমিষেই থমকে গেল বেবি ও তার সন্তান জান্নতির সমস্ত আনন্দ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনজিল বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, রাজধানীর দনিয়া থেকে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেল চালিয়ে আশুলিয়ার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত জাহিদুল ইসলাম পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় পৌছালে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান জাহিদ এতে আহত হন তার শিশু কন্যা জান্নাতি।
পরে তার মরদেহ সাভার হাইওয়ে থানায় নিয়ে আসা হলে সেখানে অবতারন হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। স্বামীর মৃতদেহ ও মোটরসাইকেল জড়িয়ে কান্নায় মুর্ছা যান স্ত্রী বেবি আক্তার।
এ ঘটনায় দূর্ঘটনার শিকার মোটরসাইকেল ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় আনা হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ