ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম এবং বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। একের পর এক গুঞ্জন এবং রসিকতায় ভরা পোস্টে নিজের সম্পর্ক নিয়ে ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছেন তিনি। এবার আর গুঞ্জন নয়, সত্যি বিয়ে করেছেন এ অভিনেতা।
গেলো শুক্রবার (৪ মার্চ) সামাজিক মাধ্যমে ‘গট ম্যারিড’ (Got Married) পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেন শামীম হাসান সরকার।
কিছুদিন আগে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। আবার ফেসবুকে অহনাকে ট্যাগ করে বিয়ের হলফনামা পর্যন্ত প্রকাশ করেছিলেন শামীম। এরপর অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের কস্টিউমে কিছু ছবি ভাইরাল হওয়ায়, ভক্তদের মধ্যে আসলে শামীম কার সঙ্গে আছেন এ নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে জানা যায় ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেয়া যা মজা করে করা।
পরে গেলো শুক্রবার তার বিয়ের পোষ্টের মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেন শামীম। জানা যায়, শামীমের স্ত্রী মিডিয়া বা শোবিজের কেউ নন। তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
এর আগে শামীমের বিয়ে নিয়ে নানা ধরনের মজা এবং পোস্ট দেখে ভক্তদের বিশ্বাসে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। অনেকেই মন্তব্য করেছিলেন, "এবারও কি নাটকের দৃশ্য?" তবে শামীমের পক্ষ থেকে প্রকাশিত বিয়ের খবর নিশ্চিত করার পর ভক্তদের মাঝে ধোঁয়াশা দূর হয়ে গেছে।
এসকে//