রাজধানীর কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। একজনের নাম রিয়াদ(১৬) অপরজনের নাম তোফাজ্জল(১৭)। তারা দুজন বন্ধু ছিলেন।
শনিবার (৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনরা তাদের শনাক্ত করেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করে মৃত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বাবার নাম রেনু মিয়া। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকে। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল।
তিনি আরও জানান, তোফাজ্জলের বন্ধু রিয়াদের বাড়ি চাঁদপুর জেলায়। গেলো বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। গতকাল সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। মোবাইলে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সাথে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়।
এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে কালশী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আরও জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া চালক ফ্লাইওভারের উপরেই ছিটকে পড়েন।
ঢাকা মেডিকেল সূত্র বলছে, রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
এমএ//