আন্তর্জাতিক

পাঁচ মিলিয়ন ডলারের মার্কিন গোল্ড কার্ড ভিসা উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। 

কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশেষ এই ভিসা দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে। মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’

 ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ট্রাম্প | গোল্ড কার্ড