বিনোদন

আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ — আগুনে ঘেরা নতুন এক প্যান্ডোরার গল্প

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বছরের শেষ ধাক্কাটা দিতে আবারও পর্দায় ফিরছেন জেমস ক্যামেরন। আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যাভাটারের তৃতীয় কিস্তি।

লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে প্রদর্শিত হয়েছে সিনেমাটির প্রথম ট্রেলার, যদিও সাধারণ দর্শকের জন্য তা এখনও উন্মুক্ত হয়নি। তবে যারা দেখেছেন, তারা বলছেন এটা কেবল ট্রেলার নয়, যেন চোখের সামনে এক নতুন প্যান্ডোরার দরজা খুলে যায়।

 

নতুন ট্রেলারে দেখা গেছে দুটি একেবারে ভিন্ন স্বাদের নাভি উপজাতি—‘উইন্ড ট্রেডার’ এবং ‘ফায়ার পিপল’। আগুনের মাঝে গড়া তাদের সংস্কৃতি আর জীবনধারা গল্পে যুক্ত করছে নতুন মাত্রা। উপস্থিত অনেক তারকার মন্তব্য—এই অধ্যায়ে ক্যামেরন যেন নিজের আগের সব রেকর্ড ভাঙতে প্রস্তুত!

 

২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার আর ২০২২ সালের দ্য ওয়ে অফ ওয়াটার দুটোই পেরিয়েছে ২ বিলিয়ন ডলারের ঘর। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ যদি সেই পথেই হাঁটে, তবে এটি হবে বিশ্বের প্রথম চলচ্চিত্র সিরিজ যার তিনটি পর্বই জায়গা করে নেবে ২ বিলিয়নের অভিজাত ক্লাবে।

অ্যাভাটারের এই কিস্তির পর সিরিজের চতুর্থ ছবি মুক্তি পাবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর, আর পঞ্চমটি আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।

এবারের সিনেমার দৈর্ঘ্য আগের চেয়েও দীর্ঘ হতে যাচ্ছে। আর অভিনেতা তালিকায় আছেন পরিচিত তারকারা—জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাভাটার