রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ নিয়ে একমত বিএনপি-হেফাজত

ছবি: ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন ও তার রোডম্যাপ দ্রুত প্রকাশের বিষয়ে বিএনপির সঙ্গে হেফাজতে ইসলাম একমত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন ঘিরে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’ তিনি আরও জানান, হেফাজতে ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এবং বিএনপি চায় তাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার হোক। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ হোক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে—এমন অবস্থান দু’পক্ষেরই।

হেফাজতের নেতাদের হয়রানি করে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবিও জানান সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদসহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | সালাউদ্দিন | হেফাজত