আন্তর্জাতিক

যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। শনিবার (৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকের নামে থাকা একটি ফ্লাট নিয়ে তিনি মিথ্যাচার করেছেন। ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্লাটটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুরোধে বাংলাদেশ সরকার জব্দ করেছে। 

ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেছে,  ২০০২ সালে বাবা-মায়ের কাছ  থেকে ফ্লাটটি উপহার পেয়েছিলেন এবং  ২০১৫ সালে বৈধভাবে বোন আজমিনার কাছে ফ্লাটটি হস্তান্তর করেন। 

ব্রিটিশ এমপি হওয়ার পরপরই ফ্লাটটি হস্তান্তর করেছেন বলেও দাবি করেন টিউলিপ সিদ্দিক।

তবে ডেইলি মেইল অনুসন্ধান করে জানতে পেরেছে, টিউলিপ সিদ্দিক এখনো ফ্ল্যাটটির মালিক। দুদকও এমনটাই দাবি করছে। 

যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে যে তথ্য আছে সেটি অনুযায়ী, ২০১৫ সালের জুন পর্যন্ত এই সম্পদটি পরিবারের সদস্যের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন টিউলিপ | দুদক | শেখ হাসিনা