বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারী করেছে সৌদি আরব। ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। মূলত হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি প্রশাসন।
শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশলানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, আসছে ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারী সৌদি প্রবেশ করতে পারবেন। ওমরাহ ভিসায় সৌদিতে অবস্থানরত বিদেশী নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে হজ পালন ও হজের ভিসা নিয়ে সৌদি প্রবেশ করে ফিরে না আসার প্রবনতার জন্য তারা এই সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারী করেছেন।
জরিমানা এড়াতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি প্রশাসন।
এমএ//