বিনোদন

মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার প্রিয় মা কিম ফার্নান্দেজকে হারালেন। 

তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  তবে এখন পর্যন্ত অভিনেত্রীর পরিবার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।

গেলো সোমবার (২৪ মার্চ) গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা।  এরপর থেকে জ্যাকুলিন তার সব কিছুকে একপাশে রেখে কাজ থেকে বিরতি নিয়ে মায়ের অসুস্থতায় মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।   এমনকি আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও, তিনি এতে অংশ নেননি।

গণমাধ্যম থেকে জানা যায় , রোববার (৬ এপ্রিল) সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।  জানা যায়, তিনি স্ট্রোক করেছিলেন।  পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। জ্যাকুলিনকে হাসপাতালের প্রবেশদ্বারে পাপারাজ্জির ক্যামেরায় দেখা গেছে।  তখন তাকে সেখানে বেশ বিষন্ন এবং চিন্তিত দেখাচ্ছিল।

এমতাবস্থায় , এই কঠিন সময়ে জ্যাকুলিন এবং তার পরিবারকে ভক্ত অনুরাগীরা গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড | জ্যাকুলিন ফার্নান্দেজ