পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিন ছুটির পর আগামী বুধবার (০৯ এপ্রিল) খুলছে স্কুল, কলেজ, মাদরাসা এবং সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি, রমজান শুরুর আগে সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল, এবং তখনই ছুটির নোটিশ টাঙানো হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, ৯ এপ্রিল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে। ছুটির মধ্যে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীরা যেসব নতুন বই পায়নি, সেগুলো প্রদান করা হবে। বই না পাওয়া এবং দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে শিক্ষকরা বিশেষ মনোযোগ দেবেন, এমনটি জানিয়েছে মাউশি।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকবে, সেগুলোর জন্য মাউশি বিশেষ নির্দেশনা দেবে। শুধুমাত্র পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে, তবে সকালে এসএসসি পরীক্ষা থাকলে বিকেলে সংক্ষিপ্ত ক্লাস নেওয়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আলোচনা চলছে।
এসি//