খেলাধুলা

এখনো ৬ ম্যাচ বাকি, শিরোপা জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ আঁ শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অথচ লিগে এখনো বাকি আরও ৬ ম্যাচ। সময় হাতে আছে দেড় মাসের মতো।

গতকাল রাতে যেখানে ড্র করলেই হতো, সেখানে আক্রমণের পসরা সাজিয়ে লুইস এনরিকের দল ম্যাচ জিতেছে ১-০ গোলে। জয়ের পর প্যারিসে বাঁধভাঙা উল্লাস করলো পিএসজি, যা তাদের শিরোপা জয়ের উৎসব।

এখন পর্যন্ত চলতি মৌসুমে তারা কোনো ম্যাচ হারেনি। এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ২৩ জয় ও ৫ ড্র নিয়ে দলটির পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলা মোনাকো ৫১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

পিএসজি লিগ ‘আঁ’ তে ১৩ টি শিরোপা জিতে নিল। এর আগে শেষ ১৩ আসরে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের এই ক্লাবটি।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজি | শিরোপা | লিগ ‘আঁ’