দেশজুড়ে

ভোক্তা অধিকারের অভিযান, ৪ বাস ও রেস্টুরেন্টে জরিমানা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫টি কাউন্টার ও ৪ টি বাস এবং ২টি রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

রোববার (০৬ মার্চ) সকাল ৮:৩০ মিনিট হতে দাশুড়িয়ার ট্রাফিক মোড়ের বিভিন্ন কাউন্টার ও ঈশ্বরদীর ২টা রেষ্টুরেন্টে ভোক্তা অধিকার এর অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তিতে বাড়তি  যাত্রীচাপ থাকায় এখানকার কাউন্টারগুলি দুরবর্তী বিভিন্ন জেলা থেকে গাড়ি থামিয়ে তার সিট বিক্রি করছে। এসব কাউন্টার কোন তালিকা ছাড়া যাত্রীদের কাছ থেকে ১০০-১৫০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে এ অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার এসব কাউন্টার ও বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া ঈশ্বরদী বাজারে  নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ২টি রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। তাকে সহায়তা করেন পাবনা সেনাবাহিনীর একটি দল

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা