আবারও হোয়াইট হাউসে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসছে সোমবার (৭ এপ্রিল) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানান।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে গাজা পরিস্থিতি, তেল আবিবের ওপর আরোপ করা শুল্ক, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।
চলতি বছরের ফেব্রুয়ারীতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সম্প্রতি অন্যান্য দেশের মত ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এনিয়ে, প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন ইসরাইলের সরকার প্রধান।
নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলমান। যদিও যুক্তরাষ্ট্র আদালতটির সদস্য নয়, তবে যুদ্ধবিরোধীরা আশা করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করবেন যুদ্ধ থামানোর জন্য।
এমএ//