ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আরজু হোসেনকে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
জানা যায় , ৫ এপ্রিল রাত সোয়া আটটার দিকে সদর থানাধীন টেবুনিয়া বাজার এলাকা থেকৈ তাকে গ্রেপ্তার করা হয়। পাবনার আভিযানিক দল র্যাব-১২, সিপিসি-২ সদর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরজু পাবনা সদর থানার ছোট মনোহরপুর গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায় , এক নারীকে মিথ্যা আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ভিকটিমের মানমর্যাদা ক্ষুন্ন করার হুমকি দেয় আসামি আরজু।
এক পর্যায়ে ১৪ মার্চ ভিকটিম বাদী হয়ে আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় এজাহারে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
এসকে//