আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভুখণ্ডে দখলদার ইসরাইলি বিমান হামলায় গেলো ২৪ ঘণ্টায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে।

এই হামলায় রোববার (৬ এপ্রিল) সকালে খান ইউনুসে এক সাংবাদিকসহ ১৯ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের বরাত দিয়ে রোববার (৬ এপ্রিল) আলজাজিরা জানায়, গেলো ১৮ মার্চ গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় এখন পর্যন্ত মোট এক হাজার ৩৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে গাজায় মোট ৫০ হাজার ৭১১ জন মারা গেছে।  

এদিকে গাজায় নতুন করে হামলা চালানোর কড়া সমালোচনা করেছেন হামাসের কাছে জিম্মি থাকার পর মুক্তি পাওয়া তিন ইসরাইলি নাগরিক। তাদের আশঙ্কা, ইসরাইলি  হামলায় গাজায় এখনও বন্দি থাকা ইসরাইলি নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

রোববার (৬ এপ্রিল) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে। ৮০ বছর বয়সি গাদি মোজেস ইসরাইলি প্রধানমন্ত্রীকে, যুদ্ধ শেষ করার অনুরোধ জানিয়েছেন।

গাজা উপকূল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের দাবী জানায় তারা।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন | ইসরাইল