অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চ মাসে

গত মার্চ মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এসময়ে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স  এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। একক কোনো মাসে এর আগে এত রেমিট্যান্স কখনো বাংলাদেশে আসেনি

রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন

এর আগে, গত ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ বিলিয়ন ডলার