রপ্তানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এগুলো নিয়ে উদ্বেগের কিছু নেই। সরকার এমন কিছু পদক্ষেপ নেবে, যাতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে বাড়বে,কমবে না।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রপ্তানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি— এমন কিছু পদক্ষেপ নেবো, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।’
তিনি বলেন, ‘আমরা বলেছি যে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কেট শেয়ার আরও ভালো হবে।’
ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।’
আই/এ