লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামের ওই কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসময় আরও ১৫ জনকে কুপিয়ে আহত কতা হয়। কয়েকটি বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেড়ি ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ৩ মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, নিহত বিএনপিকর্মী সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি ৩ মাস আগে স্পেন থেকে দেশে আসেন।
আই/এ