বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল ০৮ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে দুটি পৃথক প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর নেতৃত্বদানকারী প্যানেল হলো জয়নাল আবেদিন -মৃদুল প্যানেল এবং আরেকটিতে জামায়াত, জাতীয় পার্টি জেপি এবং গণঅধিকার পরিষদ সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন গোলাম রব্বানী -ইউনুস প্যানেল।
এবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক এই নির্বাচনে দুই প্যানেল হতে ১২টি পদের বিপরীতে প্রার্থী মোট ২২জন। এর মধ্যে জয়নাল-মৃদুল প্যানেল ১২টি পদের বিপরীতে সবগুলোতে এবং গোলাম রব্বানী-ইউনুস প্যানেল ১২টি পদের বিপরীতে ১০টিতে প্রার্থী দিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি প্রার্থী এডভোকেট জয়নাল আবেদিন জানান, তাদের ফোরাম থেকে প্রার্থীদের ঘোষণা হয়েছে। তিনি আশা করেন বিপুল ভোটে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী হবে। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক পদ প্রার্থী মৃদুল জানান, স্ব স্ব প্যানেলের প্রার্থীরা ভোটারদের নিকট যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন। একটি উৎসবমূখর পরিবেশ তৈরি হয়েছে। সকল প্রার্থীরাই নির্বিঘ্নে প্রচারণা ও ভোট চাইছেন। একটি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে নির্বাচনে।
এ বিষয়ে সিনিয়র আইনজীবী ও সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্টের মনোনিত ও সভাপতি পদ প্রার্থী গোলাম রব্বানী জানান, এই নির্বাচনে সকল বিজ্ঞ আইনজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কারণ আমরাই সমাজের সব চেয়ে সচেতন ও অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমরাই যদি ভোটাধিকার সম্পর্কে সচেতন না হই, তবে কেমনে চলবে। যদি নির্বাচনকে দলীয় বিবেচনায় করা না হয় এবং বিএনপি কর্তৃক নির্বাচন কে প্রভাবিত করার চেষ্টা না করা হয়। তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র আইনজীবী এ্যাড. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের সদস্যদের দায়িত্ব পালন করবেন এ্যাড. কামাল হোসেন সুলতান ও এ্যাড. নাসির উদ্দীন।