ইসরাইল বিরোধী মিছিল থেকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বানিয়া পাড়ার আবদুল হকের ছেলে। এ ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বড় একটি মিছিল বের করা হয় কক্সবাজার শহরে। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিলেন।
ওসি মো. ইলিয়াস খান জানান, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আই/এ