বিশ্বে শতাধিক দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারী করা নতুন শুল্কারোপ কার্যকর হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) থেকে এ আদেশ বাস্তবায়ন হবে।
ব্রিটিশ বার্তা রয়টার্সের এক প্রতিবেদন বলেছে, শাস্তিমূলক শুল্কের মাধ্যমে বিশ্বব্যাপী ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা বাণিজ্যের নিয়মকে উপড়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে গেলো ২ এপ্রিল ন্যূনতম ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। মোট ৬০ টি দেশকে তিনি বড় অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন— এসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কী হারে শুল্ক আরোপ করছে তা নিরূপণ করে তাদের ওপর অর্ধেক হারে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এর প্রভাবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরণের ধস দেখা যায়। বিশেষ করে এশিয়ার কিছু অঞ্চলে শেয়ারবাজারের টানা পতন অব্যাহত থাকে।
এছাড়া মার্কিন শেয়ারবাজারেও দেখা দেয় বিশৃঙ্খলা। মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোসসহ বিশ্বের শীর্ষ ৫০০ ধনী এক দিনে মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন এ শুল্কনীতির প্রভাবে।
এমএ//