গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাময়িকভাবে আশ্রয় দিতে ইন্দোনেশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো।
মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির রাজধানী জাকার্তায় একটি অর্থনৈতিক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রাথমিক পর্যায়ে এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট।
প্রাবোয়ও বলেছেন, ক্ষতিগ্রস্তরা তাদের আঘাত থেকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং গাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থানে ফিরে না আসা পর্যন্ত অস্থায়ীভাবে তারা ইন্দোনেশিয়ায় থাকবে।
কীভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে ফিলিস্তিন এবং অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়ার পর এর তীব্র সমালোচনা করে বিবৃতি দেয় জাকার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ইন্দোনেশিয়া।
এমএ//