পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার সুযোগ পাচ্ছেন তিন বাংলাদেশি। লিটন দাস ও রিশাদ হোসেন একসঙ্গেই রওনা হন পাকিস্তানে। নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে যাবেন। তবে এরমধ্যে এসেছে দুঃসংবাদ। উইকেটরক্ষক ও ব্যাটার লিটন করাচি কিংসের হয়ে একটি ম্যাচও খেলতে পারলেন না। আঙুলের চোটের কারণে তাকে ফিরতে হচ্ছে দেশে।
শনিবার (১২ এপ্রিল) লিটন দাস নিজের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিটন লিখেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
পিএসএলের পুরো আসরের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এর আগে আইপিএল ও এলপিএলে খেলার সুযোগ হয়েছে এই ব্যাটারের। এবার পিএসএলে লিটনের খেলা দেখার অপেক্ষায় ছিলেন বাংলাদেশি দর্শকরাও, কিন্তু তা আর হচ্ছে না।
এমএইচ//