আন্তর্জাতিক

সুদানে প্যারামিলিটারি হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

সুদানের দারফুর উত্তরাঞ্চলে জামজাম এবং আবু শোরুক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ক্যাম্প ও এল-ফাশের শহরে দূর্ভিক্ষপীড়িত শরণার্থী শিবিরে নিসংস হামলা চালিয়ে অন্তত ১০০ মানুষকে হত্যা করেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এর মধ্যে ২০জন  শিশু ও নয়জন ত্রাণকর্মী রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আলজাজিরা

সুদানে জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন নকওয়েটা-সালামি শনিবার এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার এবং শনিবার আবারও ক্যাম্পগুলোতে আক্রমণ করা হয়েছে এবং জমজম ক্যাম্পে কার্যক্রম পরিচালনার সময় নয়জন সহায়তাকর্মী নিহত হয়েছেন

তিনি বলেন, প্রায় দুই বছর আগে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে বাস্তুচ্যুত মানুষ এবং সহায়তা কর্মীদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। 

সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, শুক্রবারের হামলায় ৬ জন চিকিৎসক নিহত হয়েছেন। অপরাধমূলক ও বর্বর কাজের জন্য আরএসএফকে দায়ী করেছে ডক্টরস ইউনিয়ন

উল্লেখ্য, সুদানে প্রায় দুবছর ধরে আরএসএফ এবং সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে ক্ষমতার জন্য লড়াই চলছে। উভয় পক্ষের বিরুদ্ধেই সাধারণ মানুষ হত্যার অভিযোগ উঠেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন সুদান | প্যারামিলিটারি | আরএসএফ