আর্কাইভ থেকে ইউরোপ

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৩২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৩২

মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে দুটি ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত ও অন্তত ৬০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে কি কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া ট্রেনের বগির ভেতরে যাত্রীরা আটকা পড়ে আছে। চারিদিকে ট্রেনের ভাঙা অংশ ছড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যায়, অজ্ঞান অবস্থায় কিছু আহত ব্যক্তি পড়ে রয়েছেন এবং অন্যদের রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা হতাহত যাত্রীদের ঘটনাস্থলের কাছাকাছি শুইয়ে রেখেছেন।

উত্তর আফ্রিকার অন্যতম পুরনো ও বড় রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। তবে দেশটিতে প্রায়শই ট্রেন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে। চলন্ত ট্রেনে আগুন লেগে প্রাণ হারায় প্রায় ৩০০ মানুষ। ২০১৭ সালে মিসরে ১ হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মিসরে | ভয়াবহ | ট্রেন | দুর্ঘটনা | নিহত | ৩২