ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে চিঠি পাঠিয়েছে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
চিঠিতে ইরান বলেছে, এ ধরনের হুমকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গ্রহণযোগ্যতা বিতর্কিত করবে। বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভয়াবহ পরিণতি বয়ে আনবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
গেল ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকী দিয়েছিলেন, ইরান আবারো পরমাণু কর্মসূচী চালু করলে হামলা করা হতে পারে।
এসএইচ//