দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ১৪৩২ বর্ষবরণ উদযাপিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

নানা আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ।

সোমবার (১৪ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলার জর্জ কোর্ট বটমূল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানাঅতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন নাহার, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জাতীয় সাংবাদিক সংস্থা  ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জর্জ কোর্ট বটমূল চত্বরে নিক্বণ সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এছাড়া সরকারি মহিলা কলেজও আনন্দ শোভাযাত্রা, পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে। শোভাযাত্রাটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিন করে শিক্ষক-শিক্ষার্থীরা।

পহেলা বৈশাখ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী, ঠাকুরগাঁও শহরের বড় মাঠে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ঠাকুরগাঁও