অর্থনীতি

সয়াবিন তেলের দাম বাড়লো

ফাইল ছবি

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছেবোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এ দাম বৃদ্ধি সাময়িক। নতুন তেলের দাম অনতিবিলম্বে কার্যকর করা হবে । বাজারে আরও বেশি সংখ্যক ব্যবসায়ী যুক্ত করা হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে সয়াবিন তেলের দাম কমেও যেতে পারে।

উপদেষ্টা বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি।

তিনি আরও বলেন,  'আন্তর্জাতিক বাজারদর, ট্যারিফ কমিশনের ফর্মুলা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আমাদের হিসাবে (ফর্মুলা) তেলের দাম হওয়ার কথা প্রায় ১৯৭ টাকা। যদিও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা'।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন । তবে সরকারের সিদ্ধান্ত না আসায় সেই দাম কার্যকর হয়নি।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সয়াবিন তেল