পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে মুখোমুখি চীন ও যুক্তরাষ্ট্র। বেইজিং-ওয়াশিংটন যখন একে অপরের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত তখন চীনা এক কূটনীতিক দাবি করেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের গায়ের পোশাক চীনে বানানো।
ইন্দোনেশিয়ার ডেনপাশারে থাকা চীনের কনসাল জেনারেল ঝাং ঝিশেং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেভিটের পোশাকের একটি ছবি শেয়ার করেন। পাশাপাশি নিজের দাবি প্রমাণ করার জন্য চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ব্যবহারকারীর একটি স্ক্রীনশট যুক্ত করে দিয়ে বলেন, চায়নাকে দোষারোপ করা ব্যবসা। কিন্তু চীনে কেনাকাটা করাই জীবন। পোশাকের উপর সুন্দর লেইসটি একটি চীনা কোম্পানির একজন কর্মচারী তাদের পণ্য হিসেবে স্বীকৃতিও দিয়েছেন।
এটি দেখার পর একজন ওয়েইবো ব্যবহারী লিখেছেন, মিসেস লেভিটের পোশাকটি চীনের মাবু শহরের একটি প্রতিষ্ঠান থেকে বানানো।
তবে অনেকেই আবার প্রেস সেক্রেটারি লেভিটের সমর্থনে এগিয়ে আসেন। একজন বলেন, চীনের ওয়েবসাইটটির পোশাকটি নকল হতে পারে। চীনের মানুষ নকল পোশাক বানানোর জন্য কুখ্যাত। এটা সম্ভবত তারা কোন বিলাসবহুল ব্যান্ডের জ্যাকেট নকল করেছেন।
আর একজন বলেন, ভুয়া খবর, মিসেস লেভিট ফ্রান্সে বানানো পোশাক পরে আছেন। বিজ্ঞাপনে দেয়া পোশাকটি একটি চাইনিজ কপি। এটি খুবই হাস্যকর।
আবার কেউ কেউ ক্যারোলিন লেভিটের সমালোচনা করে বলে, গায়ে চীনের বানানো পোশাক পরে চীনকে দোষারোপ করা ভন্ডামি।
এনএস/