অর্থনীতি

ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা : বাণিজ্য উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই ব্যয় হ্রাসে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে ‘বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারত, পাকিস্তান বা চীন কোনো দেশই বাধা নয়- সব দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণই সরকারের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে শুল্ক আরোপ করেছে, তা অবশ্যই উদ্বেগজনক।‘

তিনি জানান, তিন মাসের জন্য যুক্তরাষ্ট্র এ শুল্ক আরোপ স্থগিত রেখেছে এবং এই সময়ের মধ্যেই বিষয়টি মোকাবিলায় নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বড় বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘাটতি একেবারে কমে যাবে, এমন নয়। তবে আমরা চেষ্টা করছি অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে এই ঘাটতি কমিয়ে আনার।’

এ সময় চালের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি গুদামে চালের যথেষ্ট মজুত রয়েছে। নতুন ধান বাজারে আসার সঙ্গে সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বাণিজ্য উপদেষ্টা | ভারত | ট্রান্সশিপমেন্ট