বাংলা টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী । যিনি ‘চিরসখা’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় শুরু করেছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের কাছে শিঞ্জিনী চক্রবর্তী গায়ের রঙ নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন । আনন্দবাজার ডট কমকে তিনি জানান , অতীতে তার গায়ের রঙ নিয়ে অনেক খোঁটা শুনতে হয়েছে । তবে কখনো তিনি তা মানসিকভাবে গ্রহন করেননি । তিনি বলেন , গায়ের রঙ তার জন্য গৌরবের , তার জন্য সে কখনোই অনুশোচনা করেন নি । কারণ তিনি মনে করেন গায়ের রঙই তার সেরা অলঙ্কার । কেননা , যে রঙ নিয়ে তিনি জন্মেছেন সেটিই তাকে আরো সুন্দর করে তুলেছে।
সম্প্রতি শিঞ্জিনী বাংলা নববর্ষের দিন আনন্দবাজার ডট কমকে এক সাক্ষাৎকারে এই মন্তব্যগুলো করেছেন । তিনি তার নিজের শরীর , আত্মবিশ্বাস এবং অভিনয় ক্যারিয়ার নিয়েও বিস্তারিত কথা বলেন।
তিনি আরও বলেন , মডেলিং জগতে পা রাখার পর থেকেই তিনি তার ‘ডাস্কি’ ত্বকেই বেশি সুন্দরী মনে করেছেন । তাকে ফর্সা দেখানোর জন্য চড়া মেকআপ করতে বলা হলেও তিনি স্পষ্ট জানান , তার ত্বকের রঙই তার প্রকৃত সৌন্দর্য এবং সেই রঙ নিয়েই তিনি কাজ করবেন।
এসকে//