গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার অ্যারন বুপেন্দজা’র অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মারা যান বুপেন্দজা। তিনি চীনের ফুটবল ক্লাব জেনজিয়াং এফসিতে খেলতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
গ্যাবন ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ফেগাফুট) বুপেন্দজার মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ একটি পোস্ট করেন।
পোস্টে লেখা হয়েছে, ‘বুপেন্দজা আমাদের মধ্যে একজন গ্রেট স্ট্রাইকারের স্মৃতি রেখে গেছেন, যিনি ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশনসে নিজের পদচিহ্ন এঁকেছিলেন।’
গ্যাবনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কীভাবে বুপেন্দজা ১১ তলা থেকে নিচে পড়ে যান, তা পরিস্কার জানা যায়নি। এ বিষয়ে এখনো তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুপেন্দজা তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। শুরুতে তিনি ছিলেন গ্যাবনের একটি ক্লাব মোনানাতে। এরপর আরও কিছু ক্লাবে খেলার পর চীনের জেনজিয়াং এফসিতে যোগ দেন।
বুপেন্দজা তার ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে ৯৬ টি গোল করেছেন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ আসর কমরোসের বিপক্ষে গ্যাবনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন বুপেন্দজা।
এমএইচ//