আবহাওয়া

বাতাসে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়ার আহ্বান, ১২ অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা

বায়ান্ন প্রতিবেদন

আকাশে কালো মেঘের ঘনঘটা, বাতাসে অস্থিরতা- ঝড় যেন আসার আগেই নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড় ও বজ্রসহ বৃষ্টি।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে এসব অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়বৃষ্টির সম্ভাব্য এলাকাগুলো হলো রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের বুধবার (১৬ এপ্রিল) রাতের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর দেশের আবহাওয়ায় পরিবর্তন আসবে- বৃষ্টিপাত কমে গিয়ে বাড়তে পারে তাপমাত্রা।

 

তাই যাত্রাপথ বা কর্মস্থলের বাইরে যাওয়ার আগে আবহাওয়ার খবরে চোখ রাখা জরুরি। প্রকৃতির এই খেয়ালি আচরণে সতর্ক থাকাই এখন বুদ্ধিমানের কাজ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ঝড় | আবহাওয়া