যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রাজ্যের তালহাসিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন বন্দুকধারী ফোনিক্স ইকনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরে ফ্লোরিডাতে এ নিয়ে ৬ বার এমন গুলির ঘটনা ঘটলো
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। তালহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল সিএনএন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ইতোমধ্যে সন্দেহজন বন্দুকধারীকে শনাক্ত করেছেন। সে স্থানীয় পুলিশের একজন ডেপুটির সন্তান। হামলার সময় তার কাছ থেকে তার মায়ের ব্যবহৃত সার্ভিস পিস্তলটিও পুলিশ জব্দ করেছে। হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্যাব্রিয়াল সানটোর্স সিএনএনকে জানান, তারা ক্লাসে থাকা অবস্থায় তাদের এক সহপাঠী গুলির বার্তা পায়। এতে বলা হয় তাদের ভবনের কাছেই থাকে আর একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যেই তাদের সহপাঠীদের কয়েকজন তাদের বসার ডেস্ক চেয়ার গুলো দিয়ে ক্লাসরুমের দরজায় ব্যারিকেড তৈরি করেন।
হেটার নামে বিশ্ববিদ্যালের আর এক শিক্ষার্থী জানান, ওই বন্দুকধারীর নির্দিষ্ট কোন লক্ষ্য ছিলো না। হামলাকারী একটি কমলা রং এর হামারে করে বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশে তার গাড়িটি দাড় করায়। এরপর গাড়ি থেকে বন্দুক বের করে সে এলোপাতাড়ি গুলি শুরু করে।
বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় নিহতরা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
আই/এ