দুর্ঘটনা

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ২ জনের

চুয়াডাঙ্গায় ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে দুই জনের। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত. ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস নয়মাইল বাজারে একটি পাখিভ্যানকে চাপায় দেয়। এতে ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক ও সরোয়ার হোসেন  ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ভোরের দিকে অজ্ঞাতনামা এক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা শনাক্তের চেষ্টা করছি।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্য ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারের যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কে ওঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে নিহত হন।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন চুয়াডাঙ্গা | বাস