আবহাওয়া

তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ তিন বিভাগ বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবওহায়া অধিদপ্তর। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বেলা সাড়ে ১১ টায় সংস্থাটির ফেসবুক পেইজে দেয়া এক পূর্বাভাসে বলা হয়, বেলা সাড়ে ১১ টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রবৃষ্টি