আন্তর্জাতিক

যে কারণে ভারত আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

সফরে জেডি ভ্যান্সের সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী উশা ভ্যান্স

চারদিনের সফরে ভারত আসছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স । আগামী সোমবার (২১ এপ্রিল) এই সফর শুরু হবে। এ সফরে জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারত সফরে জেডি ভ্যান্সের সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী উশা ভ্যান্স, তাদের তিন সন্তান ও মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে ভারতের সঙ্গে কিছু টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে ভ্যান্সের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, সফরকালে এই শুল্কসংক্রান্ত জটিলতা নিরসনের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন জেডি ভ্যান্স | মার্কিন ভাইস প্রেসিডেন্ট | ভারত