খেলাধুলা

ফিলিপসের বদলি হিসেবে আইপিএলে ডাক পেলেন শানাকা

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে গেছেন। গুজরাট টাইটান্স ফিলিপসের বদলি হিসেবে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নিয়েছে। শানাকা ২০২৩ সালে গুজরাটের হয়ে খেলেছেন।

প্রায় দশ দিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান ফিলিপস। এরপরই টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি, ফিরে যান নিউজিল্যান্ডে।

শানাকা কেবল একটি আসরই খেলেছেন আইপিএলে। গুজরাটের পক্ষে সেবার ৩ ম্যাচ খেলে ২৬ রান করেছিলেন।

এর আগে, কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে গুজরাট টাইটান্স ছেড়ে যান। তিনি কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

গুজরাট বর্তমানে ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গ্লেন ফিলিপস | দাসুন শানাকা | গুজরাট টাইটান্স