খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ প্রকাশ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে সর্বোচ্চ ৫ জন ক্রিকেটার আছেন চ্যাম্পিয়ন দল ভারত থেকে। এছাড়াও রানারআপ দল নিউজিল্যান্ড থেকে আছেন ৪ জন ক্রিকেটার। আফগানিস্তান থেকে আছেন বাকি ২ ক্রিকেটার।

ওপেনার হিসেবে সেরা একাদশে আছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। রাচিন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি ২৫১ রান সংগ্রহ করেছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ইব্রাহিমের ব্যাট থেকে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস এসেছে। যা তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে মোট ২১৬ রান।  

একাদশের তিন নম্বরে আছেন ভিরাট কোহলি। তিনি ৫ ইনিংসে ২১৮ রান সংগ্রহ করেছেন। চার নম্বরে শ্রেয়াস আইয়ার, যিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৫ ম্যাচ খেলে ২৪৩ রান করেছেন।

দলে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। এই ব্যাটার মোট ১৪০ রান সংগ্রহ করেছেন। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন।

একাদশের আরেক আফগান আজমতউল্লাহ ওমরজাই আছেন পরের অবস্থানে। পেস বোলিং অলরাউন্ডার ৩ ম্যাচ খেলে ১২৬ রান সংগ্রহ করেছেন। বল হাতে ৭ উইকেট সংগ্রহ করেছেন।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বল হাতে উজ্জ্বল হিলেন। তিনি ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতেও প্রয়োজন মিটিয়েছেন।

পরের স্থানগুলোতে আছেন; বরুণ চক্তবর্তী, যিনি ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন। পরের দুইজন পেসার; মোহাম্মদ শামি ও ম্যাট হেনরি। শামি ৫ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন। এদিকে হেনরি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটস সংগ্রাহক। হেনরি ফাইনাল ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। বাকি ৪ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ উইকেট।

দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন অক্ষর প্যাটেল। তিনি ৫ ম্যাচ খেলে ১০৯ রান সংগ্রহ করেছেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী।

দ্বাদশ ক্রিকেটার: অক্ষর প্যাটেল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | সেরা একাদশ