ইন্দোনেশিয়ায় জাকার্তায় আয়োজিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের নবম আসরে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ গেলো চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামেন বাংলাদেশ দল। এসময় জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন নাইম উদ্দিন, রাকিবুল হাসান ও সোহানুর রহমান সবুজ। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আগিমতাই দুইসেনগাজি।
এর আগে গেলো ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। নিজেদের পরবর্তী ম্যাচে রবিবার (২০ এপ্রিল) স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এমএ//